hab tv
info@habtv.uk

ইংল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন জেড স্পেন্স

ইংল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন জেড স্পেন্স  ৪ সেপ্টেম্বর ২০২৫ ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ইতিহাস গড়তে যাচ্ছেন জেড স্পেন্স। তিনি হতে চলেছেন ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে ওঠা প্রথম প্রকাশ্য মুসলিম ফুটবলার। স্কোয়াডে অন্তর্ভুক্তি বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের আসন্ন দুই ম্যাচে— ৭ সেপ্টেম্বর অ্যান্ডোরার বিপক্ষে ১০ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে কোচ টমাস টুখেল যে স্কোয়াড […]

by Editor

Sep 4, 2025

ইংল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন জেড স্পেন্স

 ৪ সেপ্টেম্বর ২০২৫

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ইতিহাস গড়তে যাচ্ছেন জেড স্পেন্স। তিনি হতে চলেছেন ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে ওঠা প্রথম প্রকাশ্য মুসলিম ফুটবলার

স্কোয়াডে অন্তর্ভুক্তি

বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের আসন্ন দুই ম্যাচে—

  • ৭ সেপ্টেম্বর অ্যান্ডোরার বিপক্ষে

  • ১০ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে

কোচ টমাস টুখেল যে স্কোয়াড ঘোষণা করেছেন, তাতে জায়গা পেয়েছেন টটেনহ্যাম হটস্পারের ফুল-ব্যাক জেড স্পেন্স

স্পেন্সের ব্যক্তিগত জীবন

  • জন্ম: লন্ডনে

  • বয়স: ২৫ বছর

  • পারিবারিক শিকড়: মা কেনিয়ান, বাবা জ্যামাইকান

  • তিনি অভিনেত্রী কার্লা সিমোন স্পেন্সের ছোট ভাই

জাতীয় দলে ডাক পাওয়ার পর স্পেন্স বলেন—

“এটা এক আশীর্বাদ। অসাধারণ ব্যাপার। আমি সত্যিই অবাক হয়েছি যে, আমিই প্রথম মুসলিম খেলোয়াড় হতে চলেছি। এ এক অনন্য অনুভূতি।”

বিশ্বাস ও অনুপ্রেরণা

স্পেন্স খোলাখুলিভাবে জানান, তার জীবনে ধর্মীয় বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • “প্রথমত, আল্লাহই সেরা। আমি প্রচুর প্রার্থনা করি এবং আল্লাহকে ধন্যবাদ জানাই।”

  • “সবচেয়ে কঠিন সময়েও বিশ্বাস করেছি, আল্লাহ আমার পাশে আছেন।”

ক্যারিয়ার চ্যালেঞ্জ ও সাফল্য

  • নটিংহ্যাম ফরেস্টের হয়ে প্লে-অফ জয়ের পর টটেনহ্যামে যোগ দেন

  • আন্তোনিও কন্তে তাকে ‘ক্লাব সাইনিং’ আখ্যা দিয়ে সমালোচনা করলেও তিনি লড়াই চালিয়ে যান।

  • ধারাবাহিকভাবে রেনেঁ, লিডস ও জেনোয়ার হয়ে ধারে খেলার পর অবশেষে ২০২৪ সালের ডিসেম্বরে টটেনহ্যামের হয়ে অভিষেক হয়।

  • একই মৌসুমে ইউরোপা লিগ শিরোপা জয় করেন।

স্পেন্স বলেন—

“যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, সবকিছুই ঠিক হয়ে যাবে।”

ভবিষ্যৎ লক্ষ্য

স্পেন্স তার এই লড়াইয়ের গল্প দিয়ে শুধু মুসলিম নয়, বরং সব ধর্ম-বর্ণের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতে চান।

“আমি যদি পারি, তবে আপনিও পারবেন। বিশ্বাস রাখুন, মনোযোগ দিন, সবই সম্ভব।”

Jed Spence to Become England’s First Muslim Footballer

Jed Spence, the Tottenham Hotspur full-back, is set to make history as the first openly Muslim footballer to represent the England national football team.

England Squad Announcement

For the upcoming World Cup qualifiers—

  • September 7 vs Andorra

  • September 10 vs Serbia

England coach Thomas Tuchel has named Spence in the squad.

Personal Background

  • Age: 25 years old

  • Born in London

  • Mother: Kenyan, Father: Jamaican

  • Brother of actress Karla Simone Spence

After receiving his first call-up, Spence said:

“It’s a blessing. An amazing feeling. I’m truly surprised that I’m the first Muslim player to represent England. It’s a unique honor.”

Faith and Inspiration

Spence openly credits his faith for guiding him:

  • “First of all, Allah is the greatest. I pray a lot and thank Allah.”

  • “Even in the toughest moments, I’ve always believed Allah was with me.”

Career Journey

  • Won the playoff final with Nottingham Forest before joining Tottenham.

  • Faced setbacks under Antonio Conte, who labeled him a “club signing.”

  • Loan spells at Rennes, Leeds, and Genoa tested his resilience.

  • Finally debuted for Tottenham in December 2024, and helped win the Europa League title.

Spence said:

“When you believe in yourself and trust in God, everything falls into place.”

Future Aspirations

Spence hopes his journey inspires not just Muslim players but all young athletes:

“If I can do it, you can too. Believe, focus, and anything is possible.”

Related Posts

Subscribe

Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

1384 Views