hab tv
info@habtv.uk

Welcome to HAB TV

HAB TV is your ultimate online destination for a diverse array of entertainment content, bringing you the best in movies, TV shows, music, TV dramas, musical shows, and celebrity news. Our platform is dedicated to providing high-quality entertainment that is both informative and fun.

What sets HAB TV apart is our exclusive content. Enjoy unique interviews with your favorite celebrities and get an insider’s look with behind-the-scenes footage that you won’t find anywhere else.

As part of HAB MEDIA UK LTD, trading as HABTV Online & HABTV Entertainment, we are proud to serve the Bengali community and beyond, sharing our rich culture and stories with the world. Our team of passionate and experienced journalists, producers, editors, and technicians work tirelessly to ensure you get the highest quality content.

Folk Star UK

Folk Star UK is a Bengali folk singing reality competition for legal residents of the UK and Europe, aged between 20–50. Participants must submit a 2-minute Bengali folk song video during online registration and pay a non-refundable £100 entry fee. Contestants are responsible for their own travel and accommodation.

They must follow all organiser instructions and maintain discipline—misconduct may lead to disqualification. All audio, video, and performances recorded during the competition will be owned and used by the organisers for promotion. Contestants must also post 5 singing reels on Facebook or TikTok.

🎤 FOLK STAR UK — Participation & Competition Guidelines

1. Eligibility: Citizenship & Age

Participants must be legal residents of the UK or Europe, aged between 20 and 50 years.
Proof of age and residency via valid photo ID is mandatory.
Bangladeshi expatriates are welcome but must hold valid legal residency documentation.


2. Entry Fee & Expenses

An entry fee of £100 (non-refundable) is required to confirm participation.
All contestants are responsible for their own travel, accommodation, and meal costs related to auditions or show rounds.


3. Code of Conduct

Participants must follow all instructions, schedules, and behaviour codes provided by the organisers.
Any misconduct, indiscipline, or inappropriate behaviour may lead to immediate disqualification.
Judges’ decisions are final. Serious issues may be reviewed at the organisers’ discretion.


4. Copyright & Promotion Rights

All media (video, audio, photos, performances) captured during the show remain the exclusive property of the organisers.
Content may be used or broadcast across TV, social media, or other platforms for promotional or commercial purposes.
Participants cannot claim monetary rights from such usage and must digitally sign a consent form during registration.


5. Dress & Attendance

Theatre round costumes will be provided by the organisers.
Contestants must report on time for all events.
Late arrival may result in disqualification.


6. Digital Submission Rules

Applicants must upload a video (max 2 minutes) of themselves singing a Bengali folk song during online registration.
Video must be original and unedited, and a digital consent form must be signed at submission.


7. Social Media Activity

Participants must upload at least 5 singing reels (on Facebook or TikTok) showcasing their voice and presence.
In case of disability or limitations, alternative submission formats may be arranged with prior permission.


8. Prizes & Contracts

Top 3 finalists will receive prizes and cash rewards as determined solely by the organisers.
Winners must sign a performance agreement with the organisers to receive prizes.


9. Legal & Privacy Terms

All data is protected under UK Data Protection and Copyright Laws.
Personal data will not be sold, but may be shared with promotional partners under strict confidentiality.


10. Equality & Accessibility

Folk Star UK promotes inclusion across all identities.
Participants with disabilities or special needs will be provided with necessary support (e.g. assistant, interpreter, subtitles) to ensure equal opportunity.


11. General Terms & Modifications

Organisers reserve the right to modify, update, or cancel any rule at any time.
By registering, participants agree to all terms and future amendments.

ফোক স্টার ইউকে রিয়েলিটি শো:

অংশগ্রহণ প্রতিযোগিতার  নিয়মাবলী       

 . নাগরিকতা বয়স:

ফোক স্টার ইকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগী অবশ্যই বৃটেন ও ইউরোপের বৈধ অভিবাসী হতে হবে এবং বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। ফটো আইডির মাধ্যমে বয়স ও নাগরিকতা বা বৈধতার প্রমাণপত্র আবশ্যক। প্রবাসী বাংলাদেশিরা অংশ নিতে পারবেন, তবে অবশ্যই বৈধ বসবাসের সনদ থাকতে হবে।

. অংশগ্রহণ ফি খরচ:
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১০০ ব্রিটিশ পাউন্ড এন্ট্রি ফি হিসাবে প্রদান করতে হবে, যা অফেরৎ যোগ্য। প্রতিযোগীদের নিজ খরচে অডিশনস্থলে উপস্থিত হতে হবে এবং যাতায়াত ও থাকার যাবতীয় ব্যয় নিজ দায়িত্বে বহন করতে হবে।

. শৃঙ্খলা আচরণবিধি:
আয়োজক প্রতিষ্ঠানের নির্ধারিত সময়সূচী, নির্দেশনা এবং আচরণবিধি প্রতিযোগীদের অবশ্যই মেনে চলতে হবে। শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ বা অপ্রাসঙ্গিক আচরণ পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিযোগীকে বিনা নোটিশে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে। মৈা এর জাজ প্যানেলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। তবে গুরুতর অভিযোগের ক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনার অধিকার রাখেন।

. কপিরাইট প্রচার অনুমতি:
প্রতিযোগিতা চলাকালীন ও পরবর্তীতে অডিশন, থিয়েটার রাউন্ড, গ্রুমিং, পারফরম্যান্স, গ্রান্ড ফিনালে ও সংশ্লিষ্ট সকল ইভেন্টের অডিও, ভিডিও, স্থিরচিত্র, অভিনয়, গান ও অন্যান্য উপস্থাপনার পূর্ণ কপিরাইট থাকবে আয়োজক প্রতিষ্ঠানের। আয়োজক যে কোনো সময় টেলিভিশন, ডিজিটাল ও সামাজিক মাধ্যমসহ যেকোনো প্রচারমাধ্যমে তা প্রচার ও বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন।

কোনো প্রতিযোগী বা অংশগ্রহণকারী এই প্রচার থেকে কোনো আর্থিক দাবি করতে পারবেন না। অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা এই বিষয়ে ডিজিটাল সম্মতিপত্রে স্বাক্ষর প্রদান করবেন, যা রেজিস্ট্রেশনের সময় অনলাইনে প্রদান করতে হবে।

. পোশাক উপস্থিতি:
থিয়েটার রাউন্ডে অংশগ্রহণকারীদের শুটিং পোশাক আয়োজক প্রতিষ্ঠান সরবরাহ করবে। অডিশন, গ্রুমিং, শুটিং ও গ্র্যান্ড ফিনালে রাউন্ডে অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তিনি ডিসকোয়ালিফাইড হিসেবে গণ্য হবেন।

 . ডিজিটাল অংশগ্রহণ শর্ত:

প্রতিযোগিতায় আবেদনকারীদের অবশ্যই নিজের কণ্ঠে গাওয়া ১টি বাংলা ফোক গান ভিডিও আকারে রেকর্ড করে নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর্ম পূরণসহ ভিডিও আপলোড করতে হবে।

  • প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ২ মিনিটের মধ্যে হতে হবে।
  • ২ মিনিটের অধিক দৈর্ঘ্যের ভিডিও গ্রহণযোগ্য হবে না।
  • ভিডিও আপলোডের সময় প্রতিযোগীকে একটি ডিজিটাল সম্মতিপত্রে (Digital Consent Form) স্বাক্ষর করতে হবে, যা আয়োজকের পক্ষ থেকে সংরক্ষিত থাকবে।

. সোশ্যাল মিডিয়া শর্ত:
প্রতিযোগীদের নিজ নিজ ফেসবুক ও টিকটক অ্যাকাউন্টে অন্তত ৫টি করে রিল ভিডিও আপলোড করতে হবে, যাতে আবেদনকারীর গায়কী দক্ষতা ও অনলাইন সক্রিয়তা প্রতিফলিত হয়। প্রতিযোগীরা যদি কোনো কারণে ভিডিও আপলোড করতে অপারগ হন (যেমন প্রতিবন্ধী প্রতিযোগী), তবে আয়োজক কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে বিকল্প পদ্ধতিতে প্রমাণ জমা দিতে পারবেন।

. পুরস্কার:
প্রতিযোগিতার শীর্ষ ৩ বিজয়ী আয়োজকদের নির্ধারিত পুরস্কার ও অর্থমূল্য লাভ করবেন। পুরস্কারের পরিমাণ, ধরণ ও বিতরণ পদ্ধতি আয়োজক কর্তৃপক্ষের একচ্ছত্র বিবেচনার ভিত্তিতে নির্ধারিত হবে। বিজয়ীরা আয়োজকের নির্ধারিত চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য থাকবেন।

. আইনি বিষয়াবলী গোপনীয়তা:
আবেদনকারীর সকল তথ্য ও প্রদত্ত কনটেন্টের ব্যবহার, সংরক্ষণ এবং নিরাপত্তা  ইউকে প্রযোজ্য তথ্য সুরক্ষা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং কপিরাইট আইনের আওতাভুক্ত হবে।

আবেদনকারীদের তথ্য কোনো অবস্থায় তৃতীয় পক্ষের কাছে বিক্রয় বা বাণিজ্যিক উদ্দেশ্যে হস্তান্তর করা হবে না, তবে প্রচার ও ডেটা বিশ্লেষণের জন্য অংশীদার প্রতিষ্ঠানের সাথে সীমিতভাবে শেয়ার করা যেতে পারে, যা শর্তাবলির আওতায় থাকবে।

১০. সমতা অন্তর্ভুক্তি নীতি:
আয়োজক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় সকল জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা, শারীরিক সামর্থ্য ও সামাজিক অবস্থানভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে। শারীরিকভাবে অক্ষম, বিশেষ চাহিদাসম্পন্ন, অন্ধ বা অটিজম আক্রান্ত প্রতিযোগীদের জন্য আলাদা সহায়তা প্রদান করা হবে (যেমন: ভাষ্যকার, সহকারী, সাবটাইটেল)। তারা প্রতিযোগিতায় সমান সুযোগ ও মর্যাদা পাবেন।

১১. সাধারণ নির্দেশনা সংশোধনের অধিকার:
আয়োজক প্রতিষ্ঠান যে কোনো সময় নিয়মাবলিতে পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধনের পূর্ণ অধিকার সংরক্ষণ করেন। এই সংক্রান্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আবেদনকারী উপরোক্ত সকল শর্তাবলির প্রতি সম্মতি প্রকাশ করেছেন বলে গণ্য হবে।