আদা-রসুনে আমদানিকারকদের বড় লোকসান, খুচরা বাজারে অস্বাভাবিক লাভ
৪ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের খাতুনগঞ্জে আদা-রসুনের পাইকারি বাজারে আমদানিকারকরা বড় লোকসানে পড়েছেন। প্রতি কেজিতে ৩০-৪০ টাকা ক্ষতি হওয়ায় অনেক ব্যবসায়ী বলছেন, এই ক্ষতি পুষিয়ে উঠতে ১০ বছর লেগে যাবে। অথচ খুচরা বাজারে আদা-রসুন বিক্রি হচ্ছে ১৪০-১৯০ টাকায়, যেখানে খুচরা বিক্রেতারা কয়েক গুণ বেশি লাভ করছেন।
Ginger-Garlic Importers Facing Huge Losses, Retailers Making Excessive Profit
In Khatunganj, Chattogram, ginger and garlic importers are incurring huge losses—about Tk 30-40 per kg. Importers claim that such massive losses haven’t been seen in 50 years. While wholesale prices remain low, retail sellers are making high profits by charging Tk 140-190 per kg from consumers.
0 Comments